উত্তর কোরিয়া এবার নারীদের শর্টস পরা নিষিদ্ধ করল। দেশটি একে বিদেশি বা পুঁজিবাদী ফ্যাশন উল্লেখ করে সবশেষ নারীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিলো। খবর ডেইলি মেইল ও রেডিও ফ্রি এশিয়ার।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক বাসিন্দা রেডিও ফ্রি এশিয়াকে বলেছেন, হাঁটুর ওপর থেকে কাটা ট্রাউজার পরার কারণে মার্কেট স্কয়ারে ১০ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নতুন এ আইন জারি করার পর দেশটির কর্মকর্তা ঘোষণা দিয়েছেন যে, কোনো নারী যদি হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা যায়নি এমন পোশাক পরে তাহলে তারা সমাজতান্ত্রিক শিষ্টাচার লঙ্ঘনকারীর আওয়ায় পড়বেন। এমনকি প্রচণ্ড গরমকালেও নতুন এ আইন অমান্য করা যাবে না।
Tags
আন্তর্জাতিক