ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিচ্ছেন সাবেক স্ত্রী


 পারিবারিক সহিংসতার জেরে ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় অ্যান্টনির বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন সাবেক স্ত্রী গ্যাব্রিয়েলা ক্যাভালিন। ইংল্যান্ডে পুলিশের কাছে তিনি এই অভিযোগ জানাবেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম।

ব্রাজিলিয়ান ওয়েবসাইট ইউওএল বলছে, সাবেক স্ত্রী ক্যাভালিনকে অ্যান্টনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ‘পারিবারিক সহিংসতা, হুমকি ও শারীরিকভাবে আঘাতের’ কারণে ব্রাজিলে একটি অভিযোগ দায়ের করেছিলেন ক্যাভালিনা। তবে সে সময় ইনস্টাগ্রামে নিজেকে নির্দোষ দাবি করে পোস্ট দিয়েছিলেন অ্যান্টনি।


ইউওএল দাবি করছে, ক্যাভালিনার আইনি প্রতিনিধির মাধ্যমে অ্যান্টটির বিরুদ্ধে দেওয়া ৭০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র তারা দেখেছে। সেখানে ক্যাভালিনা বর্ণনা করেছেন, অ্যান্টনি কীভাবে তার সঙ্গে বাজে আচরণ ও আগ্রাসী ব্যবহার করত।

إرسال تعليق

أحدث أقدم